Monday, 7 October 2019

ঢাবিতে চালু জোবাইক সেবা

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলীক্ষামূলকভাবে শুরু হলো অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক। 
সপ্তাহ খানেক পরীক্ষামূলক ব্যবহারের পর ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও অসুবিধাগুলো চিহ্নিত করে তা সমাধান করে ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্ভিসটি চালুর সার্বিক সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। 
ইতোমধ্যে ডাকসু থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক সামস-ঈ-নোমান। সেবাটির নাম তারা দিচ্ছে ‘ডিইউ চক্কর’। 
জোবাইকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী রেজা টেকশহরডটকমকে বলেন, সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইসাইকেল রাইড শেয়ার সেবা শুরু করেছে জোবাইক। পরীক্ষামূলক শুরু হলেও ১৬ অক্টোবর থেকে এর পুরো কার্যক্রম শুরু হবে। 
তিনি জানান, বেলা ১২টা থেকে ডাকসুর সামনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান শিক্ষার্থীরা তাদের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে এতে নিবন্ধন করতে পারবেন। একই ভাবে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরাও এতে নিবন্ধন করতে পারবেন। 
এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে জোবাইক কিছুটা নতুন করে শুরু করছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ চার্জ করা হয় তার চেয়ে এখানে রাইড চার্জ কম রাখার কথাও জানান তিনি। তবে কত কম রাখা হবে সেটি জানা যাবে উদ্বোধনের দিনেই।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান ভবন, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রয়োজনীয় স্থানগুলোতে বাইসাইকেলের স্ট্যান্ড থাকবে। 
যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই প্রথমাবস্থায় হয়তো সব স্থানে সেবাটি পাওয়া যাবে না। ধীরে ধীরে সবগুলো জায়গাতেই সেবাটি দেবার কথা জানিয়েছেন মেহেদী রেজা। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ২০১৮ সালে কক্সবাজারে প্রথম জোবাইকের বাইসাইকেল শেয়ারিং সেবা শুরু হয়। এরপর জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জোবাইক তাদের সেবা বৃদ্ধি করে। আর এর বাইরে ঢাকার মিরপুর ডিওএইচএসে সেবাটি এখন চালু রয়েছে।

Related Post:

  • জি-মেইল নিয়ে এলো নতুন সুবিধা যারা জি-মেইল ব্যবহার করেন তাদের জন্য এটি ভালো খবর। জি-মেইলের অ্যাটাচমেন্ট কিংবা সংযুক্তির আকার বৃদ্ধি করতে যাচ্ছে গুগল। বর্তমানে সিস্টেমে প্রতিটা ই-মেইল ২৫ মেগা পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম। এরচেয়ে বেশি হলে সেটি গুগল ড্রাইভে সেভ হয় এবং তারপর প্রাপকদের কাছে পৌঁছানো হয়। তবে এখন থেকে সংযুক্তির আকারকে আরও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ২৫ মেগা থেকে ৫০ মেগায় উন্নীত করা… Read More
  • ৫ ল্যাপটপ আনলো ওয়ালটন নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। তিনটি প্যাশন সিরিজের ও দুটি  ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় ল্যাপটপগুলো তৈরি হয়েছে। প্যাশন সিরিজের ল্যাপটপগুলোর মডেল বিএক্স৩৮০০, বিএক্স৫৮০০ ও বিএক্স৭৮০০০। তিনটি মডে… Read More
  • প্রতিমাসে ফেইসবুকে ঢুঁ মারেন ২৩৭ কোটি মানুষ প্রতি মাসে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে বাজার বিষয়ে তথ্য প্রদানকারী জার্মান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা। তাদের দেওয়া তালিকা অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের চারটিই ফেইসবুকের মালিকানাধীন। প্রতিমাসে ২৩৭ কোটি ব্যবহারকারী নিয়ে শীর্ষে আছে ফেইসবুক। তালিকার দ্বিতীয় স… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment