Monday, 7 October 2019

জি-মেইল নিয়ে এলো নতুন সুবিধা


যারা জি-মেইল ব্যবহার করেন তাদের জন্য এটি ভালো খবর। জি-মেইলের অ্যাটাচমেন্ট কিংবা সংযুক্তির আকার বৃদ্ধি করতে যাচ্ছে গুগল।

বর্তমানে সিস্টেমে প্রতিটা ই-মেইল ২৫ মেগা পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম। এরচেয়ে বেশি হলে সেটি গুগল ড্রাইভে সেভ হয় এবং তারপর প্রাপকদের কাছে পৌঁছানো হয়।
তবে এখন থেকে সংযুক্তির আকারকে আরও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ২৫ মেগা থেকে ৫০ মেগায় উন্নীত করা হয়েছে ইনকামিং জি-মেইলের সংযুক্তির আকার! এতে করে গ্রাকরা বেশ সুবিধা পাবেন।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে সংযুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও গুগল ড্রাইভ যেকোনও আকারের ফাইল শেয়ারের একটি সুযোগ করে দিয়েছে, তথাপিও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের সরাসরি ফাইল রিসিভ করার প্রয়োজন পড়ে। তাই নতুন এই সুবিধাটি গ্রাহকদের বেশ কাজে আসবে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment