আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আমিও ভাল আছি।
অনেক সময়েই আমরা ভুলবশত ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলি। অসাবধানতায় ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলা খুবই লজ্জার ঘটনা।
তবে আপনি যদি জিমেইল থেকে এমন কাণ্ড ঘটিয়ে থাকেন,তাহলে সেই মেইল প্রত্যাহার করার উপায় রয়েছে। ভুলবশত পাঠানো মেইল প্রত্যাহার করতে কী করবেন জেনে নিন- প্রথমে gmail এ লগ-ইন করুন।এবার ডানদিকে সেটিংস অপশনে ক্লিক করুন।এবার “Undo Send” সেকশনে গিয়ে “Enable Undo Send” -এ ক্লিক করুন।
ট্রিকস টি আরও ভাল ভাবে বুঝতে চাইলে ভিডিও টি দেখতে পারেন-
ভুল ব্যক্তিকে ইমেইল পাঠালে কি করবেন?
Post a Comment