Monday, 7 October 2019

৫ ল্যাপটপ আনলো ওয়ালটন


নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। তিনটি প্যাশন সিরিজের ও দুটি  ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় ল্যাপটপগুলো তৈরি হয়েছে।

প্যাশন সিরিজের ল্যাপটপগুলোর মডেল বিএক্স৩৮০০, বিএক্স৫৮০০ ও বিএক্স৭৮০০০। তিনটি মডেলেই রয়েছে ১৪ ইঞ্চির এইচডি ম্যাট এলসিডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ৪৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ সমৃদ্ধ ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন রিমুভঅ্যাবল ব্যাটারি। ল্যাপটপগুলো কালো রঙে পাওয়া যাবে।
বিএক্স৩৮০০ মডেলে রয়েছে ২.২০ গিগাহার্জের ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ইন্টেল এইচডি ৬২০ গ্রাফিক্স ইত্যাদি। এর দাম ৩৭ হাজার ৯৫০ টাকা।
বিএক্স৫৮০০ মডেলে ব্যবহৃত হয়েছে ১.৬০ গিগাহার্জের ইন্টেল কোরআইফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিক্স ইত্যাদি। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।
বিএক্স৭৮০০ মডেলে ব্যবহৃত হয়েছে ১.৮০ গিগাহার্জের ইন্টেল কোরআইসেভেন প্রসেসর, ৮জিবি ডিডিআরফোর র‌্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিক্স ইত্যাদি। দাম ৫৮ হাজার ৫৫০ টাকা।
ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ দুটির মডেল হলো ইএক্স৫৮০০ ও ইএক্স৭৮০০। এই দুই মডেলে আছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট এলসিডি আইপিএস ডিসপ্লে, ৮ জিবি র‌্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিক্স, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ, ৪৮০ মিনিট পর্যন্ত ব্যাকআপ সমৃদ্ধ পলিমার স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি।
ইএক্স৫৮০০ মডেলে আছে ১.৬০ গিগাহার্জের ইন্টেল কোরআইফাইভ প্রসেসর। এর দাম ৫৭ হাজার ৫৫০ টাকা। ইএক্স৭৮০০ মডেলে রয়েছে ১.৮০ গিগাহার্জের ইন্টেল কোরআইসেভেন প্রসেসর। এর দাম ৬৯ হাজার ৫৫০ টাকা।
২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে ল্যাপটপগুলো কিনতে পারবেন।

Related Post:

  • ৫ ল্যাপটপ আনলো ওয়ালটন নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। তিনটি প্যাশন সিরিজের ও দুটি  ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় ল্যাপটপগুলো তৈরি হয়েছে। প্যাশন সিরিজের ল্যাপটপগুলোর মডেল বিএক্স৩৮০০, বিএক্স৫৮০০ ও বিএক্স৭৮০০০। তিনটি মডে… Read More
  • জি-মেইল নিয়ে এলো নতুন সুবিধা যারা জি-মেইল ব্যবহার করেন তাদের জন্য এটি ভালো খবর। জি-মেইলের অ্যাটাচমেন্ট কিংবা সংযুক্তির আকার বৃদ্ধি করতে যাচ্ছে গুগল। বর্তমানে সিস্টেমে প্রতিটা ই-মেইল ২৫ মেগা পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম। এরচেয়ে বেশি হলে সেটি গুগল ড্রাইভে সেভ হয় এবং তারপর প্রাপকদের কাছে পৌঁছানো হয়। তবে এখন থেকে সংযুক্তির আকারকে আরও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ২৫ মেগা থেকে ৫০ মেগায় উন্নীত করা… Read More
  • প্রতিমাসে ফেইসবুকে ঢুঁ মারেন ২৩৭ কোটি মানুষ প্রতি মাসে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে বাজার বিষয়ে তথ্য প্রদানকারী জার্মান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা। তাদের দেওয়া তালিকা অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের চারটিই ফেইসবুকের মালিকানাধীন। প্রতিমাসে ২৩৭ কোটি ব্যবহারকারী নিয়ে শীর্ষে আছে ফেইসবুক। তালিকার দ্বিতীয় স… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment