Monday, 7 October 2019

প্রতিমাসে ফেইসবুকে ঢুঁ মারেন ২৩৭ কোটি মানুষ


প্রতি মাসে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে বাজার বিষয়ে তথ্য প্রদানকারী জার্মান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা।
তাদের দেওয়া তালিকা অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্মের চারটিই ফেইসবুকের মালিকানাধীন। প্রতিমাসে ২৩৭ কোটি ব্যবহারকারী নিয়ে শীর্ষে আছে ফেইসবুক।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১৬০ কোটি। তৃতীয় স্থানে থাকা ম্যাসেঞ্জারের ব্যবহারকারী সংখ্যা ১৩০ কোটি। পঞ্চম স্থানে থাকা ইনস্টাগ্রামের ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি।
চার, ছয় ও সাত নম্বরে আছে চীনের মাল্টিন্যাশনাল কোম্পানি টেনসেন্টের সোশ্যাল মিডিয়া ও ম্যাসেঞ্জার প্ল্যাটফর্ম উইচ্যাট, কিউ জোন ও ম্যাসেঞ্জার কিউকিউ।
মজার ব্যাপার হলো, এই তিন সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম মিলিয়ে যত ব্যবহারকারী আছে তত সংখ্যক ব্যবহারকারী একা ফেইসবুকেরই আছে। উইচ্যাটের ব্যবহারকারী সংখ্যা ১১১ কোটি। কিউকিউ ব্যবহার করেন ৮২ কোটি মানুষ। কিউজোনের ব্যবহারকারী সংখ্যা ৫৭ কোটি।
 প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে তালিকার শেষ চারে নাম আছে টিকটক (৫০ কোটি), উইবো (সাড়ে ৪৬ কোটি), রেডিট (৩৩ কোটি) ও টুইটারের (৩৩ কোটি)।

Related Post:

  • ঢাবিতে চালু জোবাইক সেবা  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলীক্ষামূলকভাবে শুরু হলো অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক।  সপ্তাহ খানেক পরীক্ষামূলক ব্যবহারের পর ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও অসুবিধাগুলো চিহ্নিত করে তা সমাধান করে ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্ভিসটি চালুর সার্বিক সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।&… Read More
  • ভুল ব্যক্তিকে ইমেইল পাঠালে কি করবেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আমিও ভাল আছি। অনেক সময়েই আমরা ভুলবশত ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলি। অসাবধানতায় ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলা খুবই লজ্জার ঘটনা। তবে আপনি যদি জিমেইল থেকে এমন কাণ্ড ঘটিয়ে থাকেন,তাহলে সেই মেইল প্রত্যাহার করার উপায় রয়েছে। ভুলবশত পাঠানো মেইল প্রত্যাহার করতে কী করবেন জেনে নিন- প্রথমে gmail  এ লগ-ইন করুন।এবার ড… Read More
  • ৫ ল্যাপটপ আনলো ওয়ালটন নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। তিনটি প্যাশন সিরিজের ও দুটি  ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় ল্যাপটপগুলো তৈরি হয়েছে। প্যাশন সিরিজের ল্যাপটপগুলোর মডেল বিএক্স৩৮০০, বিএক্স৫৮০০ ও বিএক্স৭৮০০০। তিনটি মডে… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment